ভারী বর্ষণ ও ভারতের উজান ঢলে সোমবার,(০৬ অক্টোবর ২০২৫) বিকেল থেকে তিস্তার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। এর ফলে সন্ধ্যা ৬টায় তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধির ফলে তিস্তার উজানে ৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। বন্যাকবলিত ইউনিয়নগুলো হলো- পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগা খড়িবাড়ি টেপাখড়িবাড়ি, গয়া বাড়ি, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী। বন্যাকবলিত ৭টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম ছাতনাই ইউনিয়নের জিরো পয়েন্টের কালীগঞ্জ এলাকা। এখানে পানি উন্নয়ন বোর্ড নির্মিত বন্যা নিয়ন্ত্রণ টি-বাঁধটি পানির স্রোতে ভেঙে তিস্তায় বিলীন হওয়ার উপক্রম। টি-বাঁধটি রক্ষায় ডালিয়া পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ইমার্জেন্সি ওয়ার্কের আওতায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রোববার রাতভর...