০৬ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে (৪৫) ছিনিয়ে নেওয়ার মামলায় ১১ নারীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) রাতভর উপজেলার চকভোলা খাঁ গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশি সাঁড়াশি অভিযান শুরু করায় গ্রেফতার আতঙ্কে গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। এর আগে, হামলার শিকার শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন সরকারি কাজে বাধা, আসামি ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে ২২০ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ উঠেছে, ওই পুলিশ কর্মকর্তা এক লাখ টাকা ঘুষ নেওয়ার পরও আওয়ামী লীগ নেতা রাজুকে গ্রেফতার করায় স্বজনরা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ...