নারী ওয়ানডে বিশ্বকাপে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে টাইগ্রেসরা। গৌহাটিতে বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পা রাখে বাংলাদেশ। গত বৃহস্পতিবার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের পেসার মারুফা আকতারের তোপের মুখে পড়ে পাকিস্তান। পরবর্তীতে পাঁচ স্পিনারের ঘূর্ণিতে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৮টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন ঝিলিক। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয়...