নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, গত নির্বাচনগুলোতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন খারাপ করার কাজটি করেছে। এবার তারা হয়তো অতখানি শক্তিশালী থাকবে না, তবে ভালো নির্বাচনের জন্য কাজ করবে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক প্রতিনিধিদের বক্তব্যর প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা বলেন। অনুষ্ঠানে গণমাধ্যম প্রতিনিধিরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থার সংকট দূর করার আহ্বান জানান। তারা বলেন, গত ৫ আগস্টের পর আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থার ঘাটতি তৈরি হয়েছে এবং সেই আস্থা ফেরাতে ইসির উদ্যোগ কী, তা জানা প্রয়োজন। তারা মনে করেন, আসন্ন নির্বাচন অনেক কঠিন হবে। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে প্রধান নির্বাচন...