পুনরায় বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার,(০৬ অক্টোবর ২০২৫) রাজধানীর হোটেল সোনারগাঁওতে পরিচালক পদের নির্বাচনের পর সন্ধ্যার হয় সভাপতি পদের নির্বাচন। নির্বাচিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে ফের সভাপতি হন আমিনুল ইসলাম। তার বিপক্ষে আর কোনো প্রার্থী ছিলেন না। বুলবুলের সভাপতি হওয়ার আভাস কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। বিএনপিপন্থি বলয় থেকে তামিম ইকবাল সভাপতি পদে লড়তে চেয়েছিলেন। তবে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে তার প্যানেল মনোনয়ন প্রত্যাহার করে নেয়। তামিম সরে যাওয়ার পর বুলবুলের পথে আর কোনো বাধা ছিল না। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেতে কাউন্সিলর বেছে নেয়া হয়, সেটা নিয়ে ছিল বিস্তর বিতর্ক। ক্লাব ক্যাটাগরি থেকে শীর্ষ অনেক ক্লাব সরে যাওয়ায় সেখানেও বুলবুলের বলয়ের ব্যক্তিরাই ছিলেন। ক্লাব ক্যাটাগরির...