নিজস্ব প্রতিবেদক : লাগামহীনভাবে বেড়েই চলেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর। এরপরও কোম্পানিটির দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থা। কোনো কারণ ছাড়াই এই কোম্পানির দর বৃদ্ধি বিনিয়োগকারীদের পুঁজি ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ডিএসই থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ধারাবাহিকভাবে দর বেড়ে আজ গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। গত ২৯ মে’র পর থেকেই ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ারদর বাড়তে শুরু করেছে। গত ২৯ মে কোম্পানিটির শেয়ার দর ৭৯ টাকা ৪০ পয়সা ছিল। চলতি বছরের ৭ জুলাই’র পর থেকে কোম্পানিটির দর বৃদ্ধির পরিমাণ তুলনামুলকভাবে বেশি বেড়েছে। গত ৭ জুলাই কোম্পানিরটির শেয়ারদর ছিল ৮৭ টাকা। গত তিন মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১৭৬ টাকা ৫০ পয়সা বা ২০২.৮৭...