গত বছর আগাম সবজি চাষে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার বাড়তি লাভের আশায় আমন চাষে ঝুকেছে ঠাকুরগাঁওয়ের চাষিরা। কিন্তু বৈরী আবহাওয়ায় কৃষকের সে আশায় বাধ সাজে প্রকৃতি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে গত ৫ দিনের টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ও সবজির খেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত ৫ দিনে ঠাকুরগাঁও জেলায় ৩২.৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে জেলায় ১ লাখ ৩৭ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। পাশাপাশি ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এরমধ্যে আগাম সবজি আবাদ হয়েছে প্রায় ২০০ হেক্টর জমিতে। সদর উপজেলার নারগুণ কহরপাড়া এলাকার আমনচাষি মহররম আলী বলেন, ‘কয়েক দিনের মধ্যেই ধান কাটতাম। হঠাৎ টানা বৃষ্টিতে জমিতে পানি জমে এবং ধান গাছের মাথা ভাড়ি হয়ে নুইয়ে পড়ে যায়।...