অবিরাম বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে ভারতের উজানে তিস্তা নদীর ওপর নির্মিত গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেবার কারণে তিস্তা নদীর পানি ব্যাপক বেড়েছে। তিস্তা নদীর পানির প্রবল স্রোতের কারণে দুই উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় ৩০ হাজ্রা মানুষ। রংপুর পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম জানিয়েছে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সোমবার,(০৬ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় বিপদ সীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে বিপদ সীমা ২৯ দশমিক ৩১ সেন্টিমিটার হলেও এখন তা বৃদ্ধি পেয়ে ২৯ দশমিক ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে গঙ্গাচড়ার মহিপুর পয়েন্টে বিপদ সীমার ১৮ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন। সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম জানিয়েছে দুপুর...