বাংলাদেশের নির্বাচনের প্রতিক্ষায় আছে ভারত। নির্বাচনের সময়সীমা ঘোষণায় তারা উৎসাহিত বলে জানালেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, নির্বাচনের সময়সীমা ঘোষণা করে বাংলাদেশ সরকার যে বক্তব্য দিয়েছে, আমরা তাতে উৎসাহিত এবং আমরা প্রতীক্ষায় আছি, নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি ‘কোনো বিলম্ব না ছাড়াই তা হবে এবং সে নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক না কেন, আমরা তার সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রতীক্ষা আছি। ‘অবশ্য, এটা হবে এমন সরকার, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে এবং বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধিত্ব করার জন্য যে সরকারেই বাছাই করবে, আমরা তার সঙ্গে কাজ করবো।’ সোমবার,(০৬ অক্টোবর ২০২৫) সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের টানা সাড়ে ১৫...