ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে অসত্য তথ্য দিয়ে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে। তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ড. বখতিয়ার হাসানকে তথ্য বিকৃত করে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে তিন বছর শিক্ষকতা অথবা স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষকতা এবং অনুমোদিত গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা ও বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ০১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ মোট ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। তবে অভিযোগ অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডকে (ডিএসই) উচ্চ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে ড. বখতিয়ারের ‘চাকরি গণনা’র সুপারিশ করেছে বিভাগীয় প্ল্যানিং কমিটি।এর ভিত্তিতে তাকে প্রভাষক হওয়ার মাত্র ১০ মাস ২৮ দিনের মাথায় সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এবং তথ্য ও এর তথ্য ও গবেষণা...