ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহারের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে দেওয়া ওই পোস্টের বিষয়ে চুপ থাকলেও সোমবার (৬ অক্টোবর) ফেসবুক পোস্টে স্ত্রীর অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন তিনি। আবু ত্বহা মোহাম্মদ আদনানের ওই পোস্টটি হুবহু দেওয়া হলো। আমি চুপ থাকতে পছন্দ করি, মাজলুম হলে আরও বেশি করি। কারণ আমার উস্তাদ আমাকে শিখিয়েছেন মানুষের কাছে নয় রোজ হাশরে মহান আল্লাহ্র সামনে দাঁড়িয়ে আমাদের অবস্থান কি হবে একমাত্র সেটাই মুখ্য। বাকি সব কিছুই গৌণ! তিনি আমাকে শিখিয়েছেন ‘থাক না কিছু গোপন বিষয় সাওয়াবের ওয়াসিলা কাল কিয়ামাতের জন্য’। মান সমাতা নাজা। আর হক্বের ওপর থাকার পরেও যদি কেউ তর্ক এড়িয়ে যায় সে কাল হাশরে হুরেন ঈন বাছাই করবে! হাশরবাসী অবাক নয়নে...