লক্ষ্মীপুরের রামগতি উপজেলা গণঅধিকার পরিষদের ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাজু আহমেদকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গণঅধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ মাহমুদ ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সোলায়মান চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আলী আকবর, সহ-সভাপতি আলমগীর হোসেন, মাহফুজুর রহমান, রাতুল হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গণি মোল্লা, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, হুমায়ুন কবির, তৌফিক হাসান, সাংগঠনিক সম্পাদক হাসান শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক জোবায়ের হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বেলাল হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক সাখাওয়াত ইমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল গণি, মহিলা বিষয়ক সম্পাদক কুলসুম...