জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে রবিবার (০৬ অক্টোবর) দুটি ম্যাচ ছিল। তার মধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত বরিশাল ও রাজশাহীর মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অন্যদিকে দুপুরের অনুষ্ঠিত লো স্কোরিং ম্যাচে ঢাকা মেট্রোকে ৩ উইকেটে হারায় রংপুর বিভাগ। ঢাকা মেট্রো আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯০ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রংপুর।আরো পড়ুন:শেষ ওভারের নাটকে জিয়াউরের জাদু, খুলনার দুর্দান্ত জয়বিজয়ের ব্যাটে খুলনার দাপুটে জয় শেষ ওভারের নাটকে জিয়াউরের জাদু, খুলনার দুর্দান্ত জয় রংপুরের ইনিংসে সর্বোচ্চ ২৬ রান করেন জাহিদ জাভেদ। অধিনায়ক আকবর আলী করেন ১৭ রান। ১৬টি রান আসে আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেন নাসির হোসেন। ঢাকা মেট্রোর রাকিবুল হাসান ৪ ওভারে ৩১ রান...