মানিকগঞ্জে গ্রাহকদের রক্ষিত স্বর্ণ আত্মসাতের জন্য ‘ডাকাতির নাটক’ সাজানোর অভিযোগে এক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৯ ভরি সাত আনা সোনা। ওই ব্যবসায়ী পাঁচ লাখ টাকার চুক্তিতে তিনজনকে ভাড়া করে নিজ দোকানেই সোনা লুটের পরিকল্পনা সাজিয়েছিলেন বলে দাবি মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনের। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রোববার রাত দেড়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার কান্দা পৌলী, বাসস্ট্যান্ডের একটি হোটেল ও শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন- দোকান মালিক শুভ দাস (৩৫), আমানত হোসেন রানা (২৭), শরীফ খান (২২), সবুজ মিয়া (২৭) এবং সোহান মিয়া (২১)। এর আগে শনিবার মধ্যরাতে শহরের স্বর্ণালংকার পট্টি এলাকায়...