তিনি আরও বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। কোনো সাধারণ মানুষকে হয়রানি করা হবে না।উল্লেখ্য, গত শনিবার (৪ অক্টোবর) রাতে পুলিশকে মারধর করে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করেছেন। উল্লেখ্য, গত শনিবার (৪ অক্টোবর) রাতে পুলিশকে মারধর করে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...