স্বল্প আয়ের মানুষের ঘর নির্মাণের স্বপ্নপূরণে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। সংস্থাটি ‘স্বপ্ননীড়’ নামের নতুন পণ্য চালু করেছে, যার আওতায় মাত্র ৩ লাখ টাকা বিনিয়োগেই পাওয়া যাবে সর্বোচ্চ ২৭ লাখ টাকা পর্যন্ত ঋণ। এই ঋণের মাধ্যমে এক হাজার বর্গফুট পর্যন্ত গৃহ নির্মাণ করা যাবে। পণ্যটি আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৯ মার্চ রাজধানীর বিএইচবিএফসি ভবনে। ঋণগ্রহীতার নিজস্ব তহবিলে ন্যূনতম ১০ শতাংশ অর্থ থাকতে হবে। অর্থাৎ ৩ লাখ টাকা থাকলেই মিলবে ২৭ লাখ টাকার ঋণ। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে: বার্ষিক সুদ ৮%, ২৫ বছরে প্রতি লাখে মাসিক কিস্তি ৭৭১.২০ টাকা। ঢাকা ও চট্টগ্রাম সিটির মধ্যে: বার্ষিক সুদ ৯%, ২৫ বছরে প্রতি লাখে মাসিক কিস্তি ৮৩৯.২০ টাকা। ‘স্বপ্ননীড়’ প্রকল্পে বহুতল ভবনের একক ইউনিট নির্মাণের জন্যও আরও একটি ঋণ...