মুসলিম পারিবারিক আইনে কন্যা বা বোনদের পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করলে জেল ও জরিমানার বিধান রয়েছে। আইন অনুযায়ী, বাবা-মা মারা গেলে তাদের রেখে যাওয়া সম্পত্তিতে ছেলে ও মেয়ের অংশের অনুপাত ২:১। অর্থাৎ, এক ছেলের বিপরীতে এক মেয়ে পাবে সম্পদের অর্ধেক। তবে দেশে এখনও অনেক ক্ষেত্রে ভাইয়েরা বোনদের ওয়ারিশ সনদ ও নামজারি খতিয়ান থেকে বাদ দিয়ে নিজেদের নামে রেকর্ড করে নেন। এটি প্রতারণার শামিল এবং দণ্ডনীয় অপরাধ। এসিল্যান্ড বা উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের মাধ্যমে এমন ভুয়া রেকর্ড সংশোধন করতে পারেন। আইনজীবীদের মতে, বিবাহিত কন্যা পিতার ভিটায় থাকা ঘর বা কুটিরের অংশ না পেলেও, সমমূল্যের জমি বা সম্পদ থেকে অংশ বুঝে নিতে পারেন। ভাইয়েরা যদি তা দিতে অস্বীকৃতি জানান, বোনেরা বাটোয়ারা মামলা করে তাদের প্রাপ্য অংশ আদায় করতে পারবেন। ১. ভাইরা বোনদের...