পাইলস বা হেমোরয়েডস একটি সাধারণ কিন্তু খুবই অস্বস্তিকর সমস্যা, যা প্রায়ই বর্ধিত বয়স, খাদ্যাভ্যাস, দীর্ঘ সময় বসে কাজ করা বা মলের কষ্টের কারণে দেখা দেয়। তবে চিকিৎসকরা মনে করেন, সঠিক খাদ্যাভ্যাস ও ঘরোয়া প্রতিরোধমূলক ব্যবস্থা এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। সম্প্রতি স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাতে ঘুমের আগে একটি বিশেষ প্রাকৃতিক পানীয় পাইলসের ব্যথা ও অস্বস্তি কমাতে কার্যকর হতে পারে। এই পানীয় মূলত ফাইবার সমৃদ্ধ এবং পाचन প্রক্রিয়া সহজ করে। 🔹 ফাইবারের উপস্থিতি মলকে নরম করে, যার ফলে পাইলসের যন্ত্রণাময় উপসর্গ কমে। 🔹 প্রদাহহ্রাসক উপাদান রক্তক্ষরণ ও ফোলা কমাতে সাহায্য করে। 🔹 নিয়মিত ব্যবহারে দীর্ঘমেয়াদে পুনরাবৃত্তি রোধে কার্যকর। 3. এক চামচ অ্যালোভেরা জেল বা হালকা মধু যোগ করতে পারেন। বিশেষজ্ঞের পরামর্শ:ডা. সোহেল রানা, গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ বলেন, “পাইলসের সমস্যা শুধু...