নানা নাটকীয়তা এবং সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচন শেষে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক হয়েছেন ২৫ জন। তাদের মধ্য থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ-সভাপতির দুই পদে কোনো ছাড়াই নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। বিসিবি নির্বাচন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি নতুন বোর্ডের নির্বাচিত পরিচালকরা। এ সময় কথা বলেছেন নতুন করে ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়া বুলবুল। দীর্ঘমেয়াদি দায়িত্বে তার প্রধান লক্ষ্য ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। নতুন বোর্ডের মেয়াদ ৪ বছর। এই সময়ে ক্রিকেটকে কীভাবে এগিয়ে নেওয়া যায় ইতোমধ্যে সেই পরিকল্পনা করছে বিসিবি। সেই লক্ষ্যে আগামীকাল বোর্ড মিটিংয়ের ডাক দেয়া হয়েছে। বুলবুল বলেন, ‘নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা নতুন বোর্ড পেয়েছি। এই বোর্ডের কার্যক্রম ৪ বছরের এবং এই চার...