ইংলিশ লীগের ক্লাব লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী জাতীয় দলের হয়ে খেলতে সোমবার,(০৬ অক্টোবর ২০২৫) সকালে ঢাকায় পৌঁছে সন্ধ্যাতেই জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন। এশিয়ান কাপ বাছাইপর্বের হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে আগামী ৯ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ দল। ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবেন ফুটবলাররা। এই দুই ম্যাচের জন্য সোমবার, বাংলাদেশে আসেন হামজা। বাফুফের কর্মকর্তারা বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢুকে খুব বেশি বিশ্রাম নেননি তিনি। পরে বাফুফের পাঠানো ভিডিও ক্লিপে হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি নিরাপদে অবতরণ করেছি। ইনশাআল্লাহ, আমাদের একটি সফল ক্যাম্প হবে। ৯ তারিখে আমরা জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হব। ইনশাআল্লাহ, আপনারা সবাই আমাদের সমর্থন করবেন।’ হংকং চায়না দলের সোমবার, রাতে ঢাকায় আসার সূচি রয়েছে। এদিকে, কানাডাভিত্তিক শমিত শোম আজ রাতে...