গাজীপুরের টঙ্গীতে মৎস্যজীবী দলের নবগঠিত পূর্ব ও পশ্চিম থানা আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মাঝে বইতে থাকে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস। সোমবার বিকালে টঙ্গী বাজার এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে শেষ হয়। মিছিলজুড়ে ছিল শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ, দলীয় স্লোগান ও পতাকার বর্ণিল শোভা। এ সময় উপস্থিত ছিলেন- টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাজী হাসান, সদস্য সচিব মো. মিলন চৌধুরী, টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাসুদ মণ্ডল, সদস্য সচিব আব্দুল কাইয়ুম গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা। এ সময় নেতারা বলেন, নবগঠিত কমিটি ঘোষণার মধ্য দিয়ে টঙ্গী অঞ্চলে মৎস্যজীবী দলের সাংগঠনিক...