আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার ‘কিছুটা উন্নতি’ হয়েছে। তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, ‘কয়েক দিনের তুলনায় ওনার অবস্থা উন্নতির দিকে। আজকে তুলনামূলকভাবে বেশ উন্নতি হয়েছে।’ স্কয়ার হসপিটালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক সোমবার, (০৬ অক্টোবর ২০২৫) সাংবাদিকদের বলেন, তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে আছেন। তবে তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সাড়া দিচ্ছে। তার অবস্থা এখনো খুবই ক্রিটিক্যাল। তবে এখনও হৃৎপি-, ফুসফুস ৩০ শতাংশের মতো কাজ করছে। অন্য অঙ্গও কাজ করছে। এ অবস্থায় চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যান। তার বেলায়ও চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। সোমবার, বিকেলে হাসপাতালে তোফায়েল আহমেদকে দেখে এসে তার ভাইয়ের মেয়ে শামীমা আক্তার সাংবাদিকদের বলেন, ‘ওনার অবস্থা এখন ভালো, উনি চোখ খুলেছেন, কথা বলার চেষ্টাও করেছেন।’ বার্ধ্যক্যজনিত...