০৬ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম দোহায় ইসরায়েলি হামলায় বেঁচে যান হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া। কিন্তু নিহত হয় তার ছেলে। এখন তিনি ইজরায়েলি সেই সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রোতে অবস্থান করছেন, যে সরকার তার পরিবারের অধিকাংশ সদস্যকেই হত্যা করেছে। এর আগে রবিবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ঘোষণা করে, তাদের শীর্ষ নেতৃত্বের একটি প্রতিনিধি দল যুদ্ধবিরতির কৌশল, ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং বন্দী বিনিময়ের বিষয়ে আলোচনা শুরু করতে মিশরীয় রাজধানী কায়রোতে পৌঁছেছেন।” হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গোষ্ঠীটির নির্বাসিত গাজা নেতা খলিল আল-হাইয়া। গত মাসে কাতারের রাজধানী দোহায় অন্যান্য শীর্ষ হামাস কর্মকর্তাদের সঙ্গে তাকে হত্যার উদ্দেশ্যে করা ইসরায়েলি বিমান হামলা থেকে বেঁচে যাওয়ার পর এই প্রথম মিশর সফরে গেছেন তিনি। ওই...