একটি মাত্র ভিসা নিয়েই ভ্রমণ করা যাবে আরব বিশ্বের ছয়টি দেশে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) চলতি বছরের শেষ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই চালু করতে যাচ্ছে অভিন্ন ও একক পর্যটন ভিসা—‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’। প্রথম ধাপে এটি পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ইউএই-এর অর্থ ও পর্যটনমন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের শেনজেন ভিসা ব্যবস্থার আদলে তৈরি এই অভিন্ন ভিসার মাধ্যমে পর্যটকেরা এক ভিসায় জিসিসিভুক্ত ছয়টি দেশ—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান—সহজেই ভ্রমণ করতে পারবেন। তৌক আল মারি বলেন, “এই ভিসা শুধু ভ্রমণ সহজ করবে না, বরং উপসাগরীয় অঞ্চলকে একক পর্যটন গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে।” তিনি জানান,...