গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইসরায়েলি বাহিনীতে ১ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ১৫২ জন সামরিক সদস্য প্রাণ হারিয়েছেন। ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে-এর প্রতিবেদন অনুসারে, প্রকাশিত পরিসংখ্যানে গাজা উপত্যকা, অধিকৃত অঞ্চলের দক্ষিণ ও উত্তরাঞ্চল, লেবানন এবং পশ্চিম তীরে অবস্থানরত সকল ইসরায়েলি নিরাপত্তা সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পার্সটুডে জানিয়েছে, দখলদার বাহিনী যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রায় দুই বছর ধরে গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু...