ইসরাইলের বোমা হামলায় এখন ধ্বংসস্তূপ একসময়ের পরিপাটি নগরী গাজা গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর পূর্ণ হচ্ছে আজ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১০ হাজার নিখোঁজ রয়েছেন। এই সময়ের মধ্যে ২ লাখ টনেরও বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরাইল।গাজার সরকারি জনসংযোগ কার্যালয় আগ্রাসনের দুই বছর উপলক্ষে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ধারাবাহিক হামলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ, গণহত্যা, এবং লাখো মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। খবর মায়েদিন অনলাইনের।প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, দুই বছরে ৭৬ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৬৭ হাজার ১৩৯ জনের মৃত্যুর তথ্য হাসপাতাল সূত্রে নিশ্চিত, আর সাড়ে ৯ হাজারের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের...