একের পর এক গোল করেই যাচ্ছেন আর্লিং ব্রট হালান্দ। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লীগে ব্রেনফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির একমাত্র জয়সূচক গোলটি করেন এ নরওয়েজিয়ান তারকাই। এ ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। প্রিমিয়ার লীগে সবচেয়ে কম ৩৪৯ ম্যাচে ২৫০তম জয় তুলে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের শীর্ষ লীগে এক ক্লাবের হয়ে ২৫০ জয় তুলে নেওয়া ষোড়শ কোচ গার্দিওলা। জিটেক স্টেডিয়ামে এ দিনের জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে অপরাজিত রইল সিটি। চলতি মৌসুমে এ নিয়ে ৭ ম্যাচে ৯ গোল করলেন হালান্দ। ৬টির বেশি করতে পারেননি আর কেউ। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ বছর বয়সি হালান্দের গোলের পরিসংখ্যান আরও চমৎকার। স্রেফ ১১ ম্যাচেই ১৮ বার জাল খুঁজে নিয়েছেন এ নরওয়েজিয়ান ফরোয়ার্ড। এর মধ্যে আবার টানা ৯ ম্যাচেই গোল করেছেন হালান্দ,...