তিন হাজার টাকার বাইসাইকেলের নিরাপত্তায় চার হাজার টাকার তালা লাগিয়েছেন রবিউল ইসলাম উজ্জ্বল নামে এক যুবক। মূলত চুরি থেকে রক্ষা করতে ও জনসচেতনতা সৃষ্টির জন্য এ কাজ করেছেন তিনি। রবিউল ইসলাম সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুনজিতপুর এলাকার বাসিন্দা। পেশায় মার্শাল আর্ট প্রশিক্ষক। পাশাপাশি নার্সারিতে চারা গাছের ব্যবসা করেন এবং বিভিন্ন বাসায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন। রবিউল ইসলাম ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি সাতক্ষীরা শহরে চুরির ঘটনা বেড়েছে। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। ইতোপূর্বে দুবার সাইকেল চুরি হয়েছিল রবিউলের। এখনও চুরি আতঙ্কে আছেন। এ অবস্থায় তিন হাজার ৫০০ টাকায় পুরাতন একটি সাইকেল কিনে সেটিকে রক্ষায় চার হাজার টাকার তালা ও শিকল কিনেছেন। তার ভাষায়, ‘সাইকেলের চেয়ে এখন তালার দাম বেশি।’ এ ব্যাপারে রবিউল ইসলাম বাংলা...