সব ধরনের বিতর্ককে এক পাশে রেখে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। যেখানে কাউন্সিলরদের ভোটে তিনটি ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন ২৩ জন। আর জাতীয় ক্রীড়া পরিষদের দুই জন পরিচালক কোটায় মনোনীত পরিচালক হয়েছেন দুজন- এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। মোট ২৫ জন পরিচালকের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ সভাপতি হয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। এবারের বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৯১ জন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া পরিচালকদের বিভাগের ভোটারদের বাদ দিয়ে ১৫৬ জন ভোটারের আজ ভোট দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের মধ্যে ১১৫ জন ভোট দিয়েছেন, মোট ভোটারের ৭৩.৭১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা...