বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলেছেন, তিনি দলের নির্দেশেই মাঠে কাজ করছেন। এখনো সিলেট-২ আসনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরের জিন্দাবাজারের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দল আমাকে মাঠে কাজ করতে বলেছে। মিডিয়া কী লিখল বা কোন উদ্দেশ্যে লিখল- তা আমার জানা নেই। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। তাহসীনা রুশদী লুনা বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর সিলেটের মানুষ সব সময় আমাদের পাশে থেকেছে। সাংবাদিক সমাজও আমাদের কণ্ঠস্বর তুলে ধরেছে। আমি কৃতজ্ঞ সবার প্রতি। তিনি বলেন, দল এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে সিলেট-২ আসনের মাঠে আমি কাজ করছি দলের নির্দেশে। আমার কাজ...