দীর্ঘ ১১ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার(৬ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে যানজট পরিস্থিতির উন্নতি হয়। এর আগে, সকাল ১০টা থেকে যানজট শুরু হয়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় মালবাহী একটি বড় কন্টেইনার গাড়ি সড়কের প্রায় মাঝামাঝি অংশে বিকল হয়ে পড়ে। এতে উভয় পাশের গাড়ির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়। এ থেকেই সূত্রপাত ঘটে যানজটের।এতে দুপুরের পর থেকেই যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। ফলে সড়কের উভয় দিকে মাইলের পর মাইল জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সকাল থেকে শুরু হওয়া যানজট দুপুরের পরে ছড়িয়ে পড়ে কাঁচপুর থেকে মৈকুলি এলাকা পর্যন্ত ৬ কিলোমিটার সড়কজুড়ে। ফলে উভয় দিকের...