অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। তিনটি একদিনের ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর। টিকিট বিক্রির হাল দেখে বোঝা যাচ্ছে, দর্শকরা অপেক্ষা করছেন বিশেষ কিছু দেখার জন্য— হয়তো ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির শেষ আন্তর্জাতিক সিরিজ! শেষবার ভারতীয় জার্সিতে মাঠে দেখা গিয়েছিল রোহিত ও কোহলিকে ৯ মার্চ ২০২৫-এ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। তারপর কেটে গেছে ২২৪ দিন। সেই কারণেই হয়তো অস্ট্রেলিয়ায় সিরিজের আগেই টিকিট বিক্রি হয়ে গেছে প্রায় শেষ। ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লক্ষ ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে, বাকি মাত্র ৩০ হাজার। সিডনি ও অ্যাডিলেডের ম্যাচগুলির টিকিট ইতিমধ্যেই সম্পূর্ণ বিক্রি, পার্থে সামান্য কিছু টিকিট অবশিষ্ট। সিরিজ শুরুর আগে বড় পরিবর্তন ঘটেছে টিম ইন্ডিয়ায়।...