ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিক্ষার্থীরা বছরের শুরুতে বই না পেলেও স্টকে থাকা প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের সরকারি পর্যাপ্ত নতুন বই কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশে মাত্র ১৫ টাকা কেজি ধরে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যবহার অযোগ্য পুরাতন বই কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কাছে বিক্রি করা হচ্ছে। যেসব বই শিক্ষার্থীরা ব্যবহার করেনি, সেসব বই বিতরণ না করে স্টকে রেখে কেজি দরে বই বিক্রির বিষয়টি সুশীল সমাজে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অথচ সরকারিসহ নিবন্ধনকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কিন্ডারগার্টেনে শিক্ষার্থীরাও বছরের শুরুতে কোনো বই পায়নি। বই সংকট দেখিয়ে এভাবেই স্টককৃত বই কেজি দরে বিক্রি করায় সরকারি অর্থ অপচয় করা হচ্ছে। জানা গেছে, নান্দাইল উপজেলার ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে মোট ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পাশাপাশি নিবন্ধনকৃত প্রায় শতাধিক কিন্ডারগার্টেন রয়েছে। প্রাথমিকের...