ক্ষমতায় গেলে যশোরের দুঃখখ্যাত ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে জামায়াতে ইসলামী কাজ করবে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (৬ অক্টোবর) বিকেলে ভবদহ মহাবিদ্যালয়ের মাঠে ভবদহ-আমডাঙ্গা সংস্কার আন্দোলন কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে তারা এ প্রতিশ্রুতি দেন। সমাবেশে ভবদহ অঞ্চলের তিন সংসদীয় আসনের জামায়াতে মনোনীত প্রার্থীরা সমস্যার স্থায়ী সমাধানের কথা বলেন। ভবদহ অঞ্চল যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই এলাকার অন্যতম নদী মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী। পলি পড়ে নদীগুলো নাব্যতা হারানোয় চার দশকের বেশি সময় ধরে পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। এতে বছরের পর বছর জলাবদ্ধতা ভুগছে স্থানীয় প্রায় কয়েক লাখ বাসিন্দা। এখনও ভবদহ এলাকার প্রতিটি পরিবার পানিবন্দি। ডুবে আছে ঘরবাড়ি, ফসলি মাঠ, ঘের, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। এমন...