০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার শহীদ ইমন-তনয় স্টেডিয়ামে সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় তরুণ সংগঠক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় অষ্টগ্রাম ফ্রেন্ডস ফর এভার ও মাইজখলা ফুটবল একাদশ। খেলা দেখতে সকাল থেকেই মাঠে ভিড় জমায় ফুটবলপ্রেমীরা, উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম মুখর হয়ে ওঠে। খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আহাদ, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, গোপালপুর থানার অফিসার ইনচার্জ জিএম আশরাফ উদ্দিন শামীম, সাব-রেজিস্ট্রার ফরিদ মোল্লা, দপ্তর সম্পাদক জিএম মোশারফ উদ্দিন হালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুয়েল মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোজতাবা...