বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শেষ হওয়ার পর নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে আসেন। সোমবার রাতে হোটেল সোনারগাঁওয়ের ‘পদ্মা’ কনফারেন্স হলে তিনি উপস্থিত হন সহ-সভাপতি ফারুক আহমেদ, পরিচালক সাখাওয়াত হোসেন, নাজমুল আবেদিন ফাহিম এবং খালেদ মাসুদ পাইলটকে সঙ্গে নিয়ে। নির্বাচনে জয়ী হওয়ার পরপরই সভাপতি ও সহ-সভাপতির নাম নির্ধারণ করে তারা সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনে অংশ নেন। জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে বুলবুল বোর্ড প্রধান হন। ভাগ্যের খেলায় এখন দু’জনই বিসিবির শীর্ষ পদে— বুলবুল সভাপতি, ফারুক সহ-সভাপতি। খেলোয়াড়ি জীবনে যেখানে ফারুক ছিলেন বুলবুলের অধিনায়ক, এখন তারা প্রশাসনিকভাবে একসঙ্গে কাজ করবেন আগামী চার বছর। দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই বুলবুল হাসিমুখে জানান, ‘আমাদের সম্পর্ক খুবই সৌহার্দ্যপূর্ণ। তার প্রমাণ— সভাপতি পদে আমার প্রস্তাবক ছিলেন ফারুক ভাই, আর...