ঢাকা:ছয় বছর আগে ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় দণ্ডিত আসামিদের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। আর আবরার ফাহাদের পরিবার হাইকোর্টের আদেশই আপিল বিভাগে বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করছে।আর আসামিপক্ষ মনে করছে, তারা আপিল বিভাগে ন্যায়বিচার পাবে। এদিকে আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ জানিয়েছেন, শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর পলাশী চত্বরে মঙ্গলবার (৭ অক্টোবর) আগ্রাসনবিরোধী আট স্তম্ভের উদ্বোধন করা হবে। আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা ও স্মৃতি স্তম্ভের উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা। বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক...