ঢাকা:ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁও এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করা হয়।এসএমই ফাউন্ডেশনের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার এবং ব্র্যাক-এর পক্ষে ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারকের আওতায় সিএমএসএমই উদ্যোক্তাদের ডেটাবেজ তৈরি, আর্থিক অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন, নারী-উদ্যোক্তা উন্নয়ন, পণ্যের বাজার সংযোগ, এসএমই ক্লাস্টার উন্নয়ন ও কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন এবং বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা হবে। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, সবশেষ অর্থনৈতিক সমীক্ষার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে এক কোটি ১৮ লাখের বেশি সিএমএসএমই উদ্যোক্তার শতকরা ৭০ ভাগই ঢাকার বাইরে। তবে এসএমই ফাউন্ডেশনের ঢাকার বাইরে কোনো কার্যালয় না...