নড়াইলের লোহাগড়া উপজেলায় জান্নাতি খানম (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার ওই গৃহবধূর স্বামী সাজ্জাদ মোল্যা (৩২) ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধার দিকে ওই গৃহবধূর শশুর বাড়ি লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জান্নাতি খানম লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালগর গ্রামের দাউদ মোল্যার ছেলে সাজ্জাদ মোল্যার স্ত্রী এবং একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মিটুল মোল্যার মেয়ে। নিহতের স্বজন সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে চর-শালনগর গ্রামের সাজ্জাদ মোল্যার সাথে রঘুনাথপুর গ্রামের জান্নাতি খানমের বিবাহ হয়। তবে এর আগে সাজ্জাদ এর বিবাহ ছিলো...