খুলনায় ইমরান মুন্সী (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ইমরান মুন্সী মাদারীপুর জেলা মুন্সিবাড়ীর বাবুল মুন্সীর ছেলে। বর্তমানে সে নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া থাকত। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ছিল। এছাড়া সে ইট বালুর ব্যবসা করত বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক...