ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রার্থীদের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত, সামাজিক যোগাযোগ ও সাইবার মাধ্যমে অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন কমিশনকে ‘শক্ত অবস্থান’ নেওয়ার সুপারিশ এসেছে সাংবাদিকদের কাছ থেকে। নির্বাচনের আগে ভোটার ও অংশীজনদের নিরাপত্তা, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত এবং ভোটে শক্তি ও সম্পদের অপপ্রয়োগ বন্ধ করতে তারা কমিশনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন। আর জবাবদিহিতা নিশ্চিত করতে প্রার্থীদের হলফনামার তথ্য দ্রুততম সময়ে প্রকাশ করতে কমিশনকে তাগিদ দিয়েছেন সাংবাদিকরা। সোমবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে এসব সুপারিশ তুলে ধরেন প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। সংলাপের শুরুতে আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির ‘ভবিষ্যৎ নির্ধারণ’ করবে বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন ‘ভালো না...