নেপালের কাঠমাণ্ডুতে হয়ে গেল সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপের ড্র। প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের চ্যাম্পিয়ন নাসরিন একাডেমি পথচলা শুরু করবে নেপালের চ্যাম্পিয়ন আর্মড পুলিশ ফোর্স একাডেমির বিপক্ষে ম্যাচ দিয়ে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ৫ ডিসেম্বর হবে প্রতিযোগিতার উদ্বোধন। উদ্বোধনী দিনেই মাঠে নামবে নাসরিন একাডেমি। পাঁচ ক্লাব নিয়ে এবারের আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে নাসরিন একাডেমি পরের তিন ম্যাচ খেলবে যথাক্রমে ৮ ডিসেম্বর (প্রতিপক্ষ করাচি সিটি এফসি), ১৪ ডিসেম্বর (প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল এফসি) ও ১৭ ডিসেম্বরে (প্রতিপক্ষ ট্রান্সপোর্ট ইউনাইটেড)। রাউন্ড রবিন লিগ টেবিলে উপরের...