নানা অভিযোগ ডিঙিয়ে আর সমালোচনা মাড়িয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নির্বাচন শেষে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে এই নির্বাচনকে জালিয়াতির সিলেকশন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (৬ অক্টোবর) নিজের অফিসিয়ার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড ছুড়ে ফেলে দেওয়া হবে। সেই স্ট্যাটাসে তিনি বলেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেওয়া হবে।’ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নানা অভিযোগ করে আসছেন...