বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমে ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরে পরিচালকদের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ-সভাপতি পদ পেয়েছেন, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাকে সভাপতি করা হয়। তবে নির্বাচনের মাধ্যমে ফারুক আহমেদ ফের বোর্ডে ফিরেছেন। আরও পড়ুনআরও পড়ুনবিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন বুলবুল বিসিবির সর্বশেষ ভোটে দুজন সহসভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। তাদের মধ্যে ফাহিম এবার মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আর নাজমূল ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে একই বিভাগের পরিচালক হয়েছেন। প্রসঙ্গত, সোমবার (৬ অক্টোবর) সকাল...