চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) ৫ হাজার ১৪৮ কোটি ৪০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, অক্টোবরের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪২ কোটি ৫০ লাখ ডলার। সামান্য কম এসেছে হলেও চলতি অর্থবছরে রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি বজায় রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৮০০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে (২০২৪-২৫) এসেছিল ৬৯৬ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ বছরে রেমিট্যান্সে ১৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে...