ইসরাইল সোমবার জানিয়েছে, গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ১৭১ জন অধিকার কর্মীকে বিতাড়িত করা হয়েছে। তাদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে বলেছে, ‘গ্রেটা থুনবার্গসহ হামাস-সুমুদ ফ্লোটিলার আরো ১৭১ জন উস্কানিদাতাকে আজ ইসরাইল থেকে গ্রিস ও স্লোভাকিয়ায় বিতাড়িত করা হয়েছে।’ পোস্টে আরো উল্লেখ করা হয়েছে, বিতাড়িতরা গ্রিস, ইতালি, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক। পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে দেখা যায়, থুনবার্গসহ দুই নারী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তারা ইসরাইলি কারাগারের ধূসর ট্র্যাকসুট পরিহিত ছিলেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপি’কে জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৮ জন অধিকারকর্মী এখনো ইসরাইলের হেফাজতে রয়েছেন। এরআগে ৪৫টি নৌযানের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরাইলের অবরোধ ভেঙে...