কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতে সৃষ্ট দগদগে ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ নতুন করে বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে। গুজরাটের উপকূলে অবস্থিত বিতর্কিত জলপথ সারক্রিক নিয়ে তীব্র উত্তেজনায় জড়িয়েছে এই দুই দেশ। উত্তেজনা এ পর্যায়ে পৌঁছেছে যে, ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সারক্রিক নিয়ে সামরিক প্রস্তুতি ও ভারতের হুঁশিয়ারিসম্প্রতি পশ্চিম ভারতের গুজরাটের সারক্রিক নামের বিতর্কিত জলপথকে নিজেদের বলে দাবি করেছে পাকিস্তান। ইতোমধ্যে ওই এলাকাটি দখলে নিতে আশপাশে সেনা মোতায়েনও শুরু করেছে ইসলামাবাদ। এতে করে গত বৃহস্পতিবার পাকিস্তানকে হুমকি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গুজরাটের বিতর্কিত সারক্রিক জলপথের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সারক্রিক অঞ্চলে পাকিস্তান কোনো রকম দুঃসাহসী কার্যকলাপ দেখালে তার কড়া জবাব দেবে ভারত, যার ফলে মানচিত্র থেকে পাকিস্তানের ইতিহাস পর্যন্ত মুছে যেতে...