ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা শান্তি পরিকল্পনা নিয়ে আজ সোমবার মিশরের শারম এল-শেখ রিসোর্টে ইসরায়েলি এবং হামাস প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা খলিল আল-হায়া এই আলোচনায় হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। কে এই হামাস নেতা? বার্তা সংস্থা রয়টার্স বলছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান ৬৪ বছর বয়সী খলিল আল-হায়া এই আলোচনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। গত সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো এক ব্যর্থ ইসরায়েলি হামলায় তিনি অল্পের জন্য বেঁচে যান। এই হামলায় ছয়জন নিহত হলেও কোনো শীর্ষ হামাস নেতা মারা যাননি। খলিলের জ্যেষ্ঠতা ও রাজনৈতিক প্রভাব বেড়ে যাওয়ায় আল-হায়া বর্তমানে বিদেশে হামাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন। তিনি গোষ্ঠীটির পক্ষ থেকে আরব ও...