০৬ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পিএম গত কয়েক দিনের চিত্রনাট্যে যা ছিল অনুমিত, বাস্তবে রূপ পেয়েছে সেটাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করতে এসে সংবাদ সম্মেলনে আমিনুলকে সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। নির্বাচনে দুজন সহ-সভাপতিও মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন—ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। সভাপতির পাশাপাশি দু’টি সহ-সভাপতির পদেও কোন প্রতিদ্বন্দ্বি ছিল না। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেয়েছিলেন টেস্ট ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। ক্যাটাগরি-১এ বরিশাল বিভাগ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। ক্লাব ক্যাটাগরি থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বিসিবি সভাপতি...