০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নতুন মোড়কে পুরাতন মতবাদ জনগণ আর গ্রহন করবে না। ভোট চাইতে আসলে প্রশ্ন করতে হবে; দেশ কীভাবে দুর্নীতিতে টানা ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। যারা সরকারে থেকে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান করেছে, কানাডায় বেগমপাড়া গড়েছে, লন্ডনে জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা এখন যতই নীতি কথা বলুক এসব কেবলই জনগণকে ধোঁকা দিয়ে আবারও ক্ষমতার মসনদে বসার অভিনয়। কথার ধোঁকায় পড়ে জনগণ আর ভোট দিবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ এবার ভোট দিবে দলীয় কর্মকাণ্ড দেখে। কারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, দখল, লুটপাট করছে আর কারা জনগণের পাশে দাঁড়িয়েছে জনগণ সবই...